আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক দুই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ উপদেষ্টা পদত্যাগ করেছেন। ট্রাম্পের এই উপদেষ্টার নাম রব পোর্টার (৪০) বলে জানা গেছে। পদত্যাগের পর ট্রাম্পের ওই উপদেষ্টা জানান,তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। এ উপদেষ্টার বিরুদ্ধে তার সাবেক দুই স্ত্রী কলবি হোল্ডারনেস ও জেনিফার ইউলাগবি অসদাচরণের অভিযোগ করেন। প্রথম স্ত্রী হোল্ডারনেস জানান,২০০৩ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে হানিমুনের সময় পোর্টার তাকে লাথি মেরেছিলেন। ইতালিতে ছুটি কাটাতে গেলে সেখানেও স্বামী তার মুখে ঘুষি মারেন। স্বামীর নির্যাতনের প্রমাণস্বরূপ নিজের কালো চোখের ছবিও গণমাধ্যমে সরবরাহ করেছেন তিনি।