News71.com
 International
 08 Feb 18, 11:50 AM
 126           
 0
 08 Feb 18, 11:50 AM

অচলাবস্থা কাটিয়ে জার্মানিতে সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷

অচলাবস্থা কাটিয়ে জার্মানিতে সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷

আন্তর্জাতিক ডেস্কঃ বেশ কিছুদিন জার্মানিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।তবে সে অচলাবস্থা কাটিয়ে জার্মানিতে সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে৷সর্বশেষ সাধারণ নির্বাচনের প্রায় ৪ মাস পর মহাজোট সরকার গড়ার লক্ষ্যে চুক্তি চূড়ান্ত করেছে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের দল সিডিইউ ও সিএসইউ এবং মধ্য বাম সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি)। গতকাল বুধবার একটি যৌথ সংবাদ সম্মেলনে মের্কেল বলেছেন, চুক্তিটির ফলে একটি ভাল এবং স্থিতিশীল সরকারের ভিত্তি স্থাপিত হয়েছে।এবার এসপিডি দলের সদস্যরা এ সিদ্ধান্তের পক্ষে ভোট দিলেই সরকার গঠন করা সম্ভব হবে। তবে দলটির অনেকেই মনে করছেন সিডিইউ/সিএসইউ এর সঙ্গে এসপিডি’র আবার কোয়ালিশনে ফেরাকে পছন্দ করছেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন