আন্তর্জাতিক ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রেশ দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়ে পড়েছে লন্ডনেও। খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর চালানো হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের একদিন আগে গতকাল বুধবার বিকালে বিএনপির শতাধিক নেতা-কমী ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন। কেন এ ভাঙচুর,এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন,তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও স্মারকলিপি দিতে গিয়েছিলেন। তবে হাইকমিশনের কমর্কতারা তা নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ ভিতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি খুলে নিয়ে ভাংচুর করে। স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমদকে সেখান থেকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।