News71.com
 International
 08 Feb 18, 11:45 AM
 156           
 0
 08 Feb 18, 11:45 AM

খালেদার রায়কে কেন্দ্র করে বিএনপির উত্তাপ দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়ে লন্ডনেও।।

খালেদার রায়কে কেন্দ্র করে বিএনপির উত্তাপ দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়ে লন্ডনেও।।

আন্তর্জাতিক ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রেশ দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়ে পড়েছে লন্ডনেও। খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর চালানো হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের একদিন আগে গতকাল বুধবার বিকালে বিএনপির শতাধিক নেতা-কমী ব্যানার-ফেস্টুন নিয়ে দূতাবাস চত্বরে জড়ো হন। কেন এ ভাঙচুর,এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন,তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও স্মারকলিপি দিতে গিয়েছিলেন। তবে হাইকমিশনের কম‍‍র্কতা‍রা তা নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ ভিতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি খুলে নিয়ে ভাংচুর করে। স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমদকে সেখান থেকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন