News71.com
 International
 08 Feb 18, 11:40 AM
 163           
 0
 08 Feb 18, 11:40 AM

আবারও তাইওয়ানে ৫.৭ মাত্রায় ভূমিকম্প ।। ৭ জন নিহত

আবারও তাইওয়ানে ৫.৭ মাত্রায় ভূমিকম্প ।। ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আবার প্রবল ভূমিকম্পে কেপে উঠল তাইওয়ানের হুয়ালিয়েন৷৫.৭ রিখটার স্কেলের এ ভূমিকম্পে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷গতকাল বুধবার ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর ফের আজ স্থানীয় সময় ভোর রাতে কেঁপে ওঠে তাইওয়ান৷ হুয়ালিয়ানের উত্তরপূর্বে ২১ কিলোমিটার দূরে ১১ কিলোমিটার গভীরতার ভূমিকম্পের উৎসের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। পরপর দুটি কম্পনের জেরে প্রায় তছনছ হয়ে গিয়েছে তাইওয়ান শহর৷ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি৷ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে গিয়েছে হাসপাতাল৷এদিনের জোড়া ভূমিকম্পে জেরে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার বাড়িতে পানির সংযোগ নষ্ট হয়ে গিয়েছে৷বিদ্যুৎ সংযোগ নেই প্রায় ২ হাজার বাড়িতে৷নিহত ও আহসের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন