আন্তর্জাতিক ডেস্কঃ দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছিটমহলে সিরিয়ার সরকারি বিমান হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।উদ্ধারকারী এবং একটি পর্যবেক্ষণ গ্রুপ জানিয়েছে, গতকাল বুধবার গুটার নামের ওই পূর্বাঞ্চলীয় ছিটমহলের কয়েকটি শহরে এ হামলা চালানো হয়।
ইতোমধ্যে জাতিসংঘ এ পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে তা বন্ধের দাবি করেছে।বর্তমানে সেখানে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।এছাড়া সেখানে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন ৬শ’ জনেরও বেশি গুরুতর অসুস্থ ও আহত মানুষ রয়েছে।