আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপ চাইলে সেখানকার রাজনৈতিক সংকটে যে কোনো প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে ভারত। এজন্য ভারতীয় সেনাবাহিনী তৈরি রয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে।যে কোনও জরুরি পরিস্থিতিতে মালদ্বীপ থেকে ভারতীয় পর্যটকদের ফিরিয়ে আনতে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মালদ্বীপের পরিস্থিতিতে নজর রাখছে সেনাবাহিনী।এদিকে ভারতীয় নৌবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধজাহাজও তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে তলব করা হতে পারে এসব যুদ্ধজাহাজ। মালদ্বীপের উপকূলবর্তী এলকায় নজরদারির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবারহ করে ভারত। ফলে ইতোমধ্যে সেখানে বেশকয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা রয়েছেন। তারাও দ্বীপরাষ্ট্রটির রাজনৈতিক সংকটের উপরে নজর রাখছেন।