News71.com
 International
 07 Feb 18, 01:30 AM
 130           
 0
 07 Feb 18, 01:30 AM

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৯ জন।

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৯ জন।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার রাজধানীর কাছে পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে আজ বুধবার সকাল থেকে কয়েক দফা হামলায় কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছে।সিরিয়া এবং রুশ বাহিনীর বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। দামেস্ক শহরের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়।এখানে আর কোনো নিরাপদ জায়গা নেই।এখন লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ছে। তাদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে।

একদিনের হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।গত ছয় সপ্তাহ ধরেই বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে।এসব হামলায় ৩৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হামলাগুলোতে ১৯৭ জন আহত হয়েছে। এদের অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন