News71.com
 International
 07 Feb 18, 12:12 PM
 112           
 0
 07 Feb 18, 12:12 PM

আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত হলেন ভ্লাদিমির পুতিন।

আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত হলেন ভ্লাদিমির পুতিন।


আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত হয়েছেন।আজ বুধবার দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) পুতিনকে নিবন্ধিত করেছে বলে জানা গেছে।রাশিয়ার নির্বাচন কমিশন (সিইসি) মঙ্গলবার তাদের নিজস্ব সরাসরি সম্প্রচার কার্যক্রমে এই মর্মে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করতে হলে কমপক্ষে ৩০০০ হাজার স্বাক্ষর জোগাড় করতে হয়।পুতিনের দপ্তর থেকে তার চেয়ে অনেক বেশি স্বাক্ষর জোগাড় করে তা নির্বাচন কমিশনে জমা দেয়া হলে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে তার নাম নিবন্ধন করা হয়। নির্বাচন কমিশন স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতা ছাড়াই প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে এ পর্যন্ত দুজনের নাম নিবন্ধিত করেছে। এরা হলেন-রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী পাভেল গ্রুদিনিন এবং রাশিয়ান লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভ্লাদিমির ঝিরিনোভ্স্কি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন