আন্তর্জাতিক ডেস্কঃ স্বল্পপাল্লার অগ্নি-১ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।আজ বুধবার সকাল সাড়ে ৮টায় ওড়িষ্যা রাজ্যের ড. আবদুল কালাম দ্বীপ থেকে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে জানা গেছে।আবদুল কালাম দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ৪ নম্বর প্যাডে একটি ভ্রাম্যমাণ উৎক্ষেপণমঞ্চ (লঞ্চার) থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।১৫ মিটার লম্বা ১২ টন ওজনবিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি ১০০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম।
ভারতীয় প্রতিরক্ষাবাহিনী নতুন এই পরীক্ষাকে পুরোপুরি সফল দাবি করে বলেছে, যতোগুলো লক্ষ্য সামনে রেখে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে, সেসবের সবকটিই সাধিত হয়েছে।অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের এটি অষ্টাদশ সংস্করণ।পরীক্ষাকালে ক্ষেপণাস্ত্রটি বেঁধে দেয়া সময়ের মধ্যে সবকটি লক্ষ্য পূরণ করেছে।এর আগে গত ১৮ জানুয়ারি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরগ্যানাইজেশন (ডিআরডিও) ভারতে তৈরি সবচেয়ে দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি-ভি’র সফল পরীক্ষা চালায়।