News71.com
 International
 07 Feb 18, 12:10 PM
 100           
 0
 07 Feb 18, 12:10 PM

তালেবানদের ওপর রেকর্ড পরিমাণ বোমা নিক্ষেপ করল মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বি-৫২।।

তালেবানদের ওপর রেকর্ড পরিমাণ বোমা নিক্ষেপ করল মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বি-৫২।।


আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বি-৫২ সম্প্রতি আফগানিস্তানের তালেবানদের ওপর বোমা নিক্ষেপে নতুন রেকর্ড করেছে। এ সপ্তাহে পরিচালিত এক মিশনে বোমারু বিমানটি সবচেয়ে বেশি ওজনের বোমা বহনে নতুন এ রেকর্ডটি করেছে। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে,বি-৫২ বিমানটি এবারের মিশনে তালেবানদের ওপর ২৪টি গাইডেড বোমা নিক্ষেপ করে। মার্কিন বি ৫২ বোমারু বিমানের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে মিশন পরিচালনা করার রেকর্ড রয়েছে। গালফ ওয়ারের সময় যুক্তরাষ্ট্র থেকে একটি বি-৫২ ইরাকে উড়ে গিয়ে হামলা করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায়। সে সময় বিমানটি প্রায় ১৪ হাজার মাইল উড়েছিল।

এবার প্রায় ৯৬ ঘণ্টার অপারেশনে তালেবানদের ওপর ২৪টি গাইডেড বোমা নিক্ষেপ করে বিমানটি। তালেবানদের অর্থের উৎসস্থল,প্রশিক্ষণ কেন্দ্র ও সাপোর্ট নেটওয়ার্কের ওপর এ হামলা চালানো হয়। সম্প্রতি আফগানিস্তানে তালেবানদের হামলা অনেক বেড়ে গেছে। পর পর কয়েকটি ভয়ঙ্কর বোমায় কেঁপে উঠেছে কাবুল। প্রাণহানী ঘটেছে অসংখ্য মানুষের। এ ঘটনার পর তালেবানদের ওপর হামলার চাপ বৃদ্ধি পায়। তার প্রেক্ষিতেই আফগানিস্তানে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন