আন্তর্জাতিক ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক হাসপাতালে আজ মঙ্গলবার দুই বন্দুকধারী প্রকাশ্যে গুলি চালিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এক বন্দীকে ছিনিয়ে নিয়ে গেছে। দেশটির এক সরকারি কর্মকর্তা জানায়,সেখানে ওই পাকিস্তানি জঙ্গিকে চিকিৎসার জন্য আনা হয়েছিলো। হামলার ঘটনাটি ঘটেছে শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিংহ হাসপাতালে। তারা পাকিস্তানি ওই বন্দী নাভিদ জুটের পাহারায় থাকা পুলিশের ওপর প্রকাশ্যে গুলি চালিয়েছে। নাভিদ ২০১৪ সাল থেকে সেখানে বন্দী অবস্থায় ছিলেন। পুলিশের ডিআইজি গোলাম হাসান ভাট জানান,জঙ্গিরা হাসপাতালের ভেতরে ঢুকে পুলিশের ওপর হামলা চালায় এবং পাকিস্তানি ওই বন্দীসহ মোটর সাইকেলে করে পালিয়ে যায়। তিনি আরো বলেন,হামলায় আরো একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।