আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের একটি সামরিক হেলিকপ্টার আহ মঙ্গলবার সাগরে বিধ্বস্ত হয়েছে।এতে হেলিকপ্টারের ছয় আরোহী নিখোঁজ হয়েছে।তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে,উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।ইউএইচ-৬০এম ব্লাক হক হেলিকপ্টারটি আজ মঙ্গলবার তাইতাং থেকে চিকিৎসা সহায়তার কাজে লানিউ যায়। সেখানে থেকে ফেরার পথে আকাশ যানটি হারিয়ে যায়।
হেলিকপ্টারে তিন ক্রু, এক রোগী ও এক পরিবারের সদস্য এবং একজন সেবিকা ছিলো।