News71.com
 International
 07 Feb 18, 07:27 AM
 116           
 0
 07 Feb 18, 07:27 AM

সাগরে বিধ্বস্ত তাইওয়ানের সামরিক হেলিকপ্টার।।ছয় আরোহী নিখোঁজ

সাগরে বিধ্বস্ত তাইওয়ানের সামরিক হেলিকপ্টার।।ছয় আরোহী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানের একটি সামরিক হেলিকপ্টার আহ মঙ্গলবার সাগরে বিধ্বস্ত হয়েছে।এতে হেলিকপ্টারের ছয় আরোহী নিখোঁজ হয়েছে।তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে,উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।ইউএইচ-৬০এম ব্লাক হক হেলিকপ্টারটি আজ মঙ্গলবার তাইতাং থেকে চিকিৎসা সহায়তার কাজে লানিউ যায়। সেখানে থেকে ফেরার পথে আকাশ যানটি হারিয়ে যায়।
হেলিকপ্টারে তিন ক্রু, এক রোগী ও এক পরিবারের সদস্য এবং একজন সেবিকা ছিলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন