আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আফরিনে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা। এ অভিযানে সম্প্রতি তুরস্কের একটি ট্যাংকে হামলা চালিয়ে পাঁচজন সেনাকে হত্যা করেছে কুর্দিরা। কুর্দিদের হামলায় মার্কিন সেনারা সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে এমন অভিযোগ এসেছে তুরস্কের পক্ষ থেকে। এ অবস্থায় তুরস্কের পক্ষ থেকে কুর্দিদের সহায়তা না করার হুশিয়ারি দিয়েছে তুরস্ক। গতকাল রবিবার তুরস্কের উপপ্রধানমন্ত্রী বাকির দেয়া এক সাক্ষাৎকারে বলেন,আফরিন অভিযানে যদি মার্কিন সেনারা বাধা দেয় কিংবা কুর্দি গেরিলাদের হয়ে লড়াই করতে আসে তাহলে তাদেরকে ছাড় দেয়া হবে না। তারাও হামলা থেকে রেহাই পাবে না। এ ধরনের ঘটনা ঘটলে আমরা মার্কিন সেনাদেরকে সন্ত্রাসী বলেই বিবেচনা করব। তিনি বলেন,তুরস্কের সংবেদনশীলতা সম্পর্কে মার্কিনিরা সচেতন বলে আমরা মনে করি। তারপরও যদি তারা কুর্দি পোশাক পরে তুরস্কের সেনাদের ওপর হামলা চালায় তাহলে সন্ত্রাসী হিসেবেই তাদের বিবেচনা করা হবে।