আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানি সৈন্যদের ছোড়া গুলিতে ভারতের জম্মু ও কাশ্মীরে আজ রোববার ৪ সৈন্য ও ৩ বেসামরিক লোকসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে।বেসামরিক তিনজনের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।আজ রোববার সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণে ৪ সৈন্যসহ ৭ জনের মৃত্যু হয়েছে । ভারতীয় পক্ষের অভিযোগ, পাকিস্তানি বাহিনী অস্ত্রবিরতি অমান্য করে সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলোকে লক্ষ্য করে নির্বিচার গুলি বর্ষণ করে চলেছে। এ নিয়ে গত তিনদিনে পাকিস্তানিদের গুলিবর্ষণে কমপক্ষে ১০জন ভারতীয় নিহত হয়েছে। আহত হয়েছে এর কয়েকগুণ।পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের জবাবে ভারতীয় সেনারাও পাল্টা ও সমুচিত জবাব দিয়ে যাচ্ছে বলে সেখানকার একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তা দাবি করেন।পাকিস্তানিরা একটি গুলি চালালে হাজার গুলি দিয়ে জবাব দেওয়া হবে মর্মে গত শুক্রবার ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুশিয়ার উচ্চারণ করার পর পাকিস্তানি সেনাদের গুলিবর্ষণের মাত্রা আরও বেড়ে গেছে।