News71.com
 International
 04 Feb 18, 01:25 AM
 108           
 0
 04 Feb 18, 01:25 AM

ইন্দোনেশিয়ায় ক্রেন ধসে ৪ জনের মৃত্যু।

ইন্দোনেশিয়ায় ক্রেন ধসে ৪ জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাতার্কায় একটি হালকা যানবাহন চলাচলকারী অবকাঠামো নির্মাণের সময় ক্রেন ধসে আজ রোববার চার শ্রমিক মারা গেছে।আজ সকালে পূর্ব জাকার্তায় একটি ক্রেন ধসে পড়েছে।পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে মাত্রামান জেলায় এ ঘটনা ঘটে।এই ঘটনায় দুই জন ঘটনাস্থলেই মারা যান এবং আরো দুইজন আহত হন।তাদের হাসপাতালে পাঠানো হলে সেখানে তারা মারা যান।হতাহতদের পার্শ্ববর্তী হার্মিনা হাসপাতালে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন