আন্তর্জাতিক ডেস্কঃ পার্টিতে গান গাইতে অস্বীকার করায় পাকিস্তানের এক জনপ্রিয় গায়িকাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই গায়িকার নাম সুমবুল খান। ঘটনার পর থেকে খুনীরা পলাতক । সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে ওই গায়িকার বাড়িতে ঢোকে ৩ বন্দুকধারী। তারা জোরজবরদস্তি করে সুমবুলকে এক পার্টিতে গান গাওয়ানোর জন্য তুলে নিয়ে যায়। কিন্তু পার্টিতে গান গাইতে অস্বীকার করে সে। এরপরই গুলি করে হত্যা হয় সুমবুলকে। পাকিস্তানে বেশ পরিচিত মুখ সুমবুল। সামাজিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন টিভি শো’তে অভিনয়ও করতে দেখা গেছে তাকে। তবে এই প্রথম নয়, এক বছর আগে পাকিস্তানের লাহোরে এক অভিনেত্রী তথা ডান্সারকে খুন করেছিল দুস্কৃতিরা ।