News71.com
 International
 04 Feb 18, 12:29 PM
 112           
 0
 04 Feb 18, 12:29 PM

পাকিস্তানে সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী বোমা হামলা,নিহত ১১।।

পাকিস্তানে সেনাঘাঁটিতে তালেবানের আত্মঘাতী বোমা হামলা,নিহত ১১।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ তালেবানের আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সূত্র জানিয়েছে, সেনাদের খেলাধুলার জায়গায় এ হামলা চালানো হয়েছে। ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে আরো হামলা হুমকি দিয়েছে তেহরিক ই তালেবান। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর জানায়,সন্ধ্যায় সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। ঠিক তখনেই এ আত্মঘাতী বোমা হামলা চালায় তালেবান। হামলার সময় বেসামরিক নাগরিকরাও উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন