News71.com
 International
 03 Feb 18, 06:33 AM
 165           
 0
 03 Feb 18, 06:33 AM

২২ ভারতীয় নাবিক নিয়ে পানামার তেলবাহী জাহাজ নিখোঁজ।

২২ ভারতীয় নাবিক নিয়ে পানামার তেলবাহী জাহাজ নিখোঁজ।


আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের উপকূলের অদূরে ২২ জন ভারতীয় নাবিক নিয়ে একটি তেলবাহী জাহাজ দু’দিনের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে।এটি জলদস্যু বা জাহাজ ছিনতাইকারী দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।পানামায় নিবন্ধিত এমটি মেরিন এক্সপ্রেস নামের এই তেলবাহী জাহাজটি ১৩,৫০০ টন গ্যাসোলিন বহন করছিল।যার বাজারমূল্য ৫২ কোটি ভারতীয় রুপি।ধারণা করা হচ্ছে, এক মাস আগে নিখোঁজ হওয়া অপর একটি তেলবাহী জাহাজের মতো এটিকেও হাইজ্যাক করা হয়েছে।


এমটি মেরিন এক্সপ্রেসের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়। এটি তখন বেনিনের কতোনু বন্দরে নোঙ্গর করা অবস্থায় ছিল।পরদিন মধ্যরাত ২টা ৩৬ মিনিটে স্যাটেলাইট ট্রেকিং করার সময় দেখা যায় গিনি উপসাগরের নোঙ্গরস্থল থেকে এটি লাপাত্তা হয়ে গেছে। এটি এ নিয়ে দ্বিতীয় জাহাজ যা এই এলাকায় নিখোঁজ হলো। এর আগে ৯ জানুয়ারি এমটি ব্যারেল নামের একটি জাহাজ বেনিন উপকূলের কাছ থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর জানা যায়, জাহাজটিকে মুক্তিপণের জন্য ছিনতাই করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন