আন্তর্জাতিক ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন৷ক্ষমতাসীন কংগ্রেসকে হঠাতে মরিয়া বিজেপি৷তারা একাধিক কর্মসূচি চালাচ্ছে রাজ্যে৷সেই কর্মসূচির অংশ হিসেবেই গোরক্ষা যজ্ঞের আয়োজন করল গেরুয়া শিবির৷বিজেপি জানিয়েছে চব্বিশ ঘন্টার এই গোরক্ষা আস্থমা যজ্ঞের মাধ্যমে গরুপালন ও বেআইনী গো-ব্যবসা নিয়ে বার্তা দিতে চায় তারা৷বেঙ্গালুরুতে শুরু হয়েছে এই ২৪ ঘন্টার যজ্ঞ৷গোটা কর্ণাটকে ২০০-রও বেশি বেআইনী গো-পালন ও গো-হত্যা এলাকা রয়েছে৷সেগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে৷
কর্ণাটকের জেপি নগরের গণেশ দেবস্থানে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে৷রাজ্যের গো-উন্নয়ন সেলের উদ্যোক্তা সিদ্ধার্থ গোয়েঙ্কা জানান, পরিবেশ দূষণ ছড়াচ্ছে গো-হত্যা৷তা বন্ধ করতে হবে৷ এরজন্য যাবতীয় ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি৷ এই কাজে সাধারণ মানুষকে তারা পাশে পাবেন বলে আশাবাদী সিদ্ধার্থ গোয়েঙ্কা৷
তবে কংগ্রেস এই যজ্ঞকে রাজনৈতিক গিমিক বলে উড়িয়ে দিয়েছে৷তাদের মতে মানুষকে ভুল পথে চালিত করছে বিজেপি৷ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে প্ররোচণামূলক কাজকর্ম করে ভোটবাক্সে প্রভাব ফেলতে পারা যাবে না বলে মত তাদের৷মূলত হিন্দু ভোটারদের কাছে টানার চেষ্টা বলে এই ঘটনাকে ব্যাখ্যা করেছে হাত শিবির৷গরুদের জন্য যজ্ঞ না করে বেকার ও দরিদ্রদের জন্য প্রার্থনা করলে বেশি লাভ হত বলে পরামর্শ দিয়েছে কংগ্রেস৷ তবে এই পরামর্শ মানতে রাজি নয় বিজেপি৷ তারা তাদের লক্ষ্যে অনড় বলে সাফ জানিয়ে দিয়েছে তারা৷