আন্তর্জাতিক ডেস্কঃতৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, তৃণমূলের কোনও অস্তিত্বই থাকবে না।রাজনৈতিক মহলে কান পাতলে, রাজ্যের ক্ষমতাসীন দল সম্পর্কে এমনই সব বিশ্লেষণ শোনা যায় এখন।কিন্তু আদপে তা নয়, মমতা না থাকলেও তৃণমূল থাকবে। গতকাল শুক্রবার একথা নিজ মুখেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল কংগ্রেস যে ভবিষ্যতে কখনও জন বিরোধী অবস্থান নেবে না, এদিন সেই নিশ্চয়তাও দিয়েছেন তৃণমূল দলনেত্রী।পাশাপাশি, এদিনের সভা থেকে গদ্দার প্রসঙ্গেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,আমার দলেও গদ্দার ছিল।এখন বিদায় হয়েছে, বেঁচে গিয়েছি আমরা।
গতকাল শুক্রবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই নবীন প্রজন্মকে দলে আহ্বান জানান দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপরই তিনি জানিয়ে দেন, তৃণমূলের ভবিষ্যত সুনিশ্চিত।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মরে গেলেও তৃণমূল থাকবে।আগামী ৩০ বছরের জন্য আমি দল তৈরি করে দিয়েছি।তাঁর অবর্তমানে দলের ব্যাটন যে নব প্রজন্মের অভিষেক-শুভেন্দুর হাতে যাবে তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীরা যে আগামী নেতৃত্ব তৈরি করে দিয়ে যাবেন, সে বিষয়েও স্পষ্ট ইঙ্গিত দেন মমতা বন্দ্যোপাধ্যায়।