News71.com
 International
 03 Feb 18, 01:16 AM
 134           
 0
 03 Feb 18, 01:16 AM

ভয়ঙ্কর হয়ে উঠছে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলের ফুয়েগো আগ্নেয়গিরি।

ভয়ঙ্কর হয়ে উঠছে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলের ফুয়েগো আগ্নেয়গিরি।


আন্তর্জাতিক ডেস্কঃ গুয়াতেমালার দক্ষিণাঞ্চলের ফুয়েগো আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে । আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইভস্ম আকাশের অনেক উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে৷জানা গেছে, আগ্নেয়গিরিটি সমুদ্রস্তর থেকে ৪ হাজার ৮০০ মিটার (১৬০০০ ফুট) উঁচুতে ছাইভস্ম উদগিরণ করছে। অগ্ন্যুৎপাতজনিত ছাইমেঘের কারণে স্থানীয় বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।


দেশেটির জাতীয় ভূকম্পন, আগ্নেয়গিরি, আবহাওয়া বিষয়ক ইনস্টিটিউট জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সান্তিয়াগুইতোর সান্তা মারিয়া আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ৫০০ মিটার উঁচুতে ছাইমেঘের উদগীরণ হচ্ছে।আগ্নেয়গিরির ওপর যে স্থানে ছাইমেঘ নির্গত হচ্ছে- তার আশপাশের এলাকা দিয়ে বিমান চলাচলের ওপর সতর্কতা জারি করেছে। গুয়াতেমালায় যে কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তার মধ্যে ফুয়েগো ও সান্তা মারিয়া অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন