আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক চাপের মুখে ক্রমশই কোণঠাসা হয়ে যাচ্ছে পাকিস্তান।যুক্তরাষ্ট্র এরই মধ্যে পাকিস্তানকে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হিসেবে আখ্যা দিয়েছে।আর এবার পাকিস্তানকে তালেবানদের সদর দফতর বলে উল্লেখ করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।গতকাল শুক্রবার তিনি এক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, পাকিস্তানকে অবিলম্বে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বিশ্বজুড়ে নাশকতার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন আফগান প্রেসিডেন্ট ঘানি।
সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে অ্যাম্বুলেন্সের মধ্যে বিস্ফোরক দিয়ে নাশকতা ঘটনো হয়।তার আগে কাবুলেরই চারতারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গি হামলা হয়।নাশকতায় বারবার রক্তাক্ত হচ্ছে আফগানিস্তান।এই সমস্ত ঘটনাগুলোকেই এদিন উল্লেখ করলেন ঘানি।আর তারই জের ধরে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে আফগানিস্তান।পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা বলেও উল্লেখ করেছে আফগানিস্তান।ফলে এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হচ্ছে।