আন্তর্জাতিক ডেস্ক: চীন উরুগুয়ের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে ইচ্ছুক।আজ শনিবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং একথা জানান।চীন ও উরুগুয়ে এবং দেশদুটির মানুষের অধিকতর কল্যাণের স্বার্থে সমন্বিত উপায়ে দেশটির সঙ্গে কাজ করতে চান শি।উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজের সঙ্গে বৈঠককালে শি তার এ ইচ্ছার কথা প্রকাশ করেন।এ সময় দুই নেতা তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।চীন ও উরুগুয়ে ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার উল্লেখ করে শি বলেন গত তিন দশক ধরে, বিশেষত ২০১৬ সালের অক্টোরব মাসে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার পর থেকে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক উত্তরণ ঘটেছে।শি আরো বলেন, চীন উরুগুয়ের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।