News71.com
 International
 02 Feb 18, 06:09 AM
 121           
 0
 02 Feb 18, 06:09 AM

ফ্রান্সে সামরিক দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫।।

ফ্রান্সে সামরিক দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৫।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের দক্ষিণাঞ্চলে দুই সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারি) উপকূলীয় শহর সেন্ট-ত্রোপেজের কাছে কারসেস লেকে সংঘর্ষ ঘটলে এ প্রাণহানি হয়। নিকটবর্তী শহর বিংনোলেসের এক পুলিশ কর্মকর্তা জানান,হেলিকপ্টার দু’টির একটিতে তিন ক্রু এবং অপরটিতে দুই ক্রু ছিলেন। সংঘর্ষের ঘটনায় সবাই নিহত হয়েছেন। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক দুর্ঘটনার কারণ জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন