News71.com
 International
 01 Feb 18, 12:15 PM
 112           
 0
 01 Feb 18, 12:15 PM

ব্রাজিলে হলুদ জ্বরে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যু।।

ব্রাজিলে হলুদ জ্বরে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে হলুদ জ্বরে (ইয়েলো ফিভার) এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর পাওয়া গেছে। কেবল গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৮ জনের। আর ২০১৭ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ২১৩ জন এ জ্বরে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,সর্বমোট এক হাজার ৮০ জনের শরীরে এ রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৩২ জন চিকিৎসা নিয়েছেন এবং ৪ শতাধিক মানুষ এখনও চিকিৎসাধীন রয়েছেন। ভাইরাসটি রিও ডি জেনিরো,সাও পাওলোর মতো ব্রাজিলের জনবহুল শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সরকার এর নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয়। এ ভাইরাস বহনকারী নারী মশার মাধ্যমে হলুদ জ্বর ছড়ায়। এছাড়া বানরের শরীরেও ভাইরাসটি আক্রমণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন