News71.com
 International
 28 Jan 18, 12:58 PM
 177           
 0
 28 Jan 18, 12:58 PM

৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে ইরানে।।ইরানের খনিজ শিল্প প্রধান

৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে ইরানে।।ইরানের খনিজ শিল্প প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের খনিজ শিল্প এবং খনি নবায়ন ও উন্নয়ন সংস্থার প্রধান মাহদি কারবাসিয়ান জানিয়েছেন,ইরান খনিজ সম্পদের রিজার্ভের দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দশটি দেশের অন্যতম। দেশটির ইস্পাহানে খনি ও খনিজ শিল্প বিভাগের এক সমাবেশে একথা জানান তিনি। তার মতে,তামা,সোনা,ক্রোমাইট ও পাথুরে কয়লাসহ নানা ধরনের খনিজ সম্পদের ইরানি রিজার্ভ বা মজুদ রয়েছে। আর সেই মজুদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি ডলার মূল্যের সমান বলে কারবাসিয়ান জানান। ইরানে ৬৮ ধরনের খনিজ সম্পদ রয়েছে। এবং ইসলামী এই দেশটিতে এখনও পর্যন্ত প্রায় ছয় হাজার কোটি টন পরিমাণের খনিজ সম্পদ চিহ্নিত করা হয়েছে। বিশ্বের প্রায় সাত শতাংশ খনিজ সম্পদ রয়েছে ইরানে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন