আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার একটি থানায় বোমা হামলায় অন্তত ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।সকালে পুলিশ কর্মকর্তারা দিনের অ্যাসাইনমেন্ট জানতে থানায় হাজির হয়েছিলেন। ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়।ব্যারানকিলার থানায় চালানো এ হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, মাদকপাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হতে পারে।হামলাকারীদের সম্পর্কে তথ্য জানাতে পারলে ৫০ মিলিয়ন পেসোস (১২ হাজার ৭০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে, রিমোটের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।