News71.com
 International
 28 Jan 18, 11:22 AM
 152           
 0
 28 Jan 18, 11:22 AM

কলম্বিয়ায় থানায় বোমা হামলা, ৫ পুলিশ কর্মকর্তা নিহত ।।

কলম্বিয়ায় থানায় বোমা হামলা, ৫ পুলিশ কর্মকর্তা নিহত ।।


আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার একটি থানায় বোমা হামলায় অন্তত ৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন।সকালে পুলিশ কর্মকর্তারা দিনের অ্যাসাইনমেন্ট জানতে থানায় হাজির হয়েছিলেন। ঠিক তখনই বোমাটি বিস্ফোরিত হয়।ব্যারানকিলার থানায় চালানো এ হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, মাদকপাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে চালানো পুলিশের অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হতে পারে।হামলাকারীদের সম্পর্কে তথ্য জানাতে পারলে ৫০ মিলিয়ন পেসোস (১২ হাজার ৭০০ ডলার) পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে, রিমোটের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন