আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনাকীর্ণ এলাকায় আজ শনিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে ৪০ জন নিহত ও দেড় শতাধিক লোক আহত এবং আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙ্গে গেছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানান। এই ঘটনায় আহত অর্ধশতাধিক লোককে নগরীর হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে বেপরোয়া হত্যাকাণ্ড হয়েছে। জঙ্গি গোষ্ঠী তালেবান ভয়াবহ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।