আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত দেশটির বিভিন্ন রাজনৈতিক দলকে পুন:তালিকাভূক্ত করার প্রক্রিয়া ছয়মাস পিছিয়ে দিয়েছে।আজ শুক্রুবার আদালতের নেয়া এমন পদক্ষেপের ফলে প্রধান বিরোধী দলকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে থাকতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে, দলের নিবন্ধন না থাকায় জাতীয় নির্বাচন পরিষদ ডেমোক্রেটিক ইউনিয়ন রাউন্ডটেবিল (এমইউডি) দলকে নির্বাচনের বাইরে থাকার নির্দেশ দিয়েছে।ফলে তারা এ প্রক্রিয়া শেষ না করা পর্যন্ত কোন নির্বাচনে অংশ নিতে পারবে না।৩০ এপ্রিলের আগেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে গণপরিষদ এমন কথা জানানোর কয়েকদিন পর আদালত এ রায় দিল।