News71.com
 International
 22 Jan 18, 11:07 AM
 138           
 0
 22 Jan 18, 11:07 AM

এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারের দিকে জোর দিচ্ছে চীন-ভারত।

এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারের দিকে জোর দিচ্ছে চীন-ভারত।


আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে ২০১৯ অথবা ২০২০ সালের মধ্যেই চীনের তৃতীয় ক্যারিয়ার ০০২ লঞ্চ হতে চলেছে।এতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চারস।০০২ এর আধুনিকীকরণের ওপর জোর দেওয়া হয়েছে অনেক বেশি।হামলার সময় শত্রুকে টার্গেট করতেও সুবিধা হবে এই এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারের।২০১১ সালে শেষ হয় চীনের প্রথম এয়ারক্র্যাফ্ট তৈরির কাজ।এরপর চীন দ্বিতীয় এয়ারক্র্যাফ্ট তৈরি করে।এটি নির্মিত হয় সাংহাই শিপইয়ার্ডে।এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় দুই বছর।এ বছর সেটি লঞ্চ করার কথা।এই ধরনের এয়ারক্র্যাফ্ট পরিচালনার জন্য চীন পাইলটদেরও ট্রেনিং দিচ্ছে।গোটা বিশ্বের নজর কাড়তে দেশের নৌ শক্তির দিকেও নজর দিচ্ছে চীন। ২০৩০ সালের মধ্যে ৪টি এয়ারক্র্যাফ্ট বানানোর টার্গেট নেওয়া হয়েছে।


এদিকে, পিছিয়ে নেই ভারতও। ভারতীয় নৌবাহিনী তাদের তৃতীয় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার ২০২০ সালের শেষের দিকে আনার পরিকল্পনা করছে, যার নাম হতে পারে বিশাল। ৬৫,০০০ টনের এই বিশাল, ভারতের বিক্রমাদিত্যর থেকেও বৃহৎ হবে বলে জানা গেছে। দেশের মাটিতে তৈরি বিক্রান্ত, ২০১৮ সালের শেষের দিকেই কাজ শুরু করতে পারে। বিশালে রয়েছে ৫৭টি ফাইটার। পাশাপাশি তৃতীয় এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারের ইলেক্ট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেমেও জোর দিচ্ছে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন