News71.com
 International
 10 Jan 18, 11:07 AM
 130           
 0
 10 Jan 18, 11:07 AM

চীনকে পেছনে ফেলেই এগিয়ে যাবে ভারত।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

চীনকে পেছনে ফেলেই এগিয়ে যাবে ভারত।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনৈতিক দিক থেকে কঠিন সময়ে ভারতের মোদী সরকারকে আশার আলো দেখাল বিশ্বব্যাংক। কারণ তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের বৃদ্ধির হারের সঙ্গে তুলনা করলে,ভারতের সর্বস্তরে,সর্বক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বিশাল বলেই মনে করছে। সেজন্য ২০১৮ সালেই বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হবে ভারতের। পরবর্তী দু বছরে সেই বৃদ্ধির হার ৭.৫ শতাংশেও পৌঁছাতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। বিশ্বব্যাংকের ধারণা, ভারতীয় অর্থনীতির যেসব দুর্বলতা রয়েছে,সেগুলো সম্পর্কে বর্তমান সরকার যথেষ্ট ওয়াকিবহাল। সঠিক পদ্ধতিতেই সেই ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই ত্রুটি শুধরাতে গেলেই কিছু অস্থিরতা দেখা যায় অর্থনীতির সর্বস্তরে,তবে সেটা একেবারেই সাময়িক।

বিশ্বব্যাংকের দাবি ভারত একেবারে সঠিক পথে এগোচ্ছে, তাই এই উদীয়মান অর্থনীতির বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। তবে ভারতের উন্নতির সম্ভাবনা আরও উজ্জ্বল করতে বিনিয়োগ বাড়াতে হবে কয়েকগুণ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নে জোয়ার আনতে হবে,শ্রম বাজারে পরিবর্তন ঘটাতে হবে। যাতে কর্মে মহিলাদের যোগদান আরো বাড়ান যা সেদিকে নজর দিতে হবে। তাছাড়া যাতে পরবর্তী দশ বছর বৃদ্ধির হার ৭ শতাংশের আশেপাশে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রসঙ্গত ২০১৬ সালে নোট বাতিলের এবং ২০১৭ সালে জিএসটি চালু করা ঘিরে দেশ জুড়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। যার ফলে খোদ মোদীর রাজ্য গুজরাটে তেমন ভাল ফল করত পারেনি বিজেপি। এরফলে এখন সংস্কারে রথ কিছুটা বাধা পাবেই বলেই মনে করছে রাজনৈতিক থেকে শিল্পমহল। সম্প্রতি আবার সিএসও-র আশা করছে চলতি অর্থবর্ষে ভারতের উন্নয়নের হার চার বছরে সর্বনিম্ন ৬.৫ শতাংশ নেমে আসছে যা মোদী সরকারের আমলে সর্বনিম্ন। যেখানে ২০১৬-১৭ সালে জাতীয় আয় ছিল ৭.১ শতাংশ এবং তার আগের বছর ৮ শতাংশ। এমন পরিস্থিতিতে জানা গেল বিশ্ব ব্যাংকের ভারত সম্পর্কে ধারণা।

২০১৮ গ্লোবাল ইকনোমিক প্রসপেক্টে বিশ্বব্যাংকের মত প্রকাশ করেছে, এবার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে ইন্ডিয়া। ওয়ার্ল্ড ব্যাংকের ডেভেলপমেন্ট প্রসপেক্ট গ্রুপের ডিরেক্টর অয়ন কোসে সংবাদ সংস্থাকে জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তাঁরা লক্ষ্য করেছেন আসন্ন দশকে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনীতির বৃদ্ধির হার সবচেয়ে ভাল। তাই সাময়িক কিছুটা ধাক্কা খেলেও অর্থনীতি সেদিকে নজর না দিয়ে তাঁরা বিশাল স্তরে ভারতীয় অর্থনীতির প্রকৃত ছবির মূল্যায়ন করেছেন। তারফলেই দেখা গিয়েছে, ভারতের সর্বস্তরে উন্নতির সম্ভাবনা প্রবল। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,চীনকে ধীরে ধীরে পিছনে ফেলে এগিয়ে যাবে ভারতের বৃদ্ধির হার। যেখানে ২০১৭ সালে চীনের বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ, তা ভারতের তুলনায় মাত্র ০.০১ শতাংশ বেশি। ২০১৮ সালেই চীনের বৃদ্ধির হার দাঁড়াবে ৬.৪ শতাংশ, যা ভারতের তুলনায় বেশ কিছুটা পিছনে। এমনকি পরের দুবছর আরও স্লথ হবে চীনের বৃদ্ধির হার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন