আন্তর্জাতিক ডেস্কঃ চীনের মহাকাশ স্টেশন টিয়াংগং-১ মহাকাশে উৎক্ষেপণ করা হয় ২০১১ সালে। তবে বর্তমানে এ মহাকাশকেন্দ্রটির পৃথিবীর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ধীরে ধীরে এটি ধেয়ে আসছে পৃথিবীর দিকে। জানা গেছে,পৃথিবীর দিকে এর অবনমনের গতি ক্রমে বাড়ছে এবং আগামী মার্চ মাসের মধ্যে পৃথিবীতে আছড়ে পড়বে। পৃথিবীর চারদিকে পাক খেতে খেতে নামতে নামতে বায়ুমন্ডলের সাথে সংঘর্ষে ৪০ ফুট দৈর্ঘ্যের এই স্টেশনের অধিকাংশই পুড়ে ছাই হয়ে যাবে। তবে প্রায় ১০০ কেজি ওজনের একটি টুকরো অবশেষ টিকে গিয়ে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাবে এবং এটি ঠিক কোথায় এসে আঘাত করবে তা কেউ জানে না।
এটি পৃথিবীর বিশাল প্রশান্ত মহাসাগরে পতিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে তা যদি পৃথিবীর অন্য কোনো জনবহুল স্থানে পড়ে তাহলে প্রাণহানী ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তার সম্ভাবনা খুবই কম। গত ৬০ বছরের ইতিহাসে তেমনটি ঘটেনি। ২০১১ সালে চীনের একটি মহাকাশকেন্দ্র উৎক্ষেপণ করা হয় এবং এতে পরবর্তিতে তিনটি মহাকাশ অভিযান পরিচালনা করা হয় যার মাধ্যমে মহাশূন্যে অভিযাত্রা করেন চীনের প্রথম নারী নভোচারী লিউ ইয়াং এবং ওয়াং ইয়াপিং।
মহাকাশে এ স্টেশনের নামের অর্থ হলো স্বর্গীয় প্রাসাদ। এটি ২০২২ সালে পরিকল্পিত বড়সড় মহাকাশকেন্দ্র উৎক্ষেপনের আগে একটি পরীক্ষামূলক উৎক্ষেপন হিসেবে দেখা হয়েছে। এটিকে কখনোই স্থায়ী করার চিন্তা করা হয় নি এবং ২০১৬ সালে চীনের সরকার এর সমাপ্তির সময় হয়ে এসেছে বলে ঘোষণা করে। চীনের কর্মকর্তাগণ স্বীকার করেন তাঁরা এর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং এটি পাক খেতে খেতে পৃথিবীর কাছাকাছি চলে আসছে। কার্যক্ষম চলা অবস্থায় স্টেশনটি ৩৭০ কিলোমিটার ওপর দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করত।