News71.com
 International
 07 Jul 25, 10:18 PM
 6           
 0
 07 Jul 25, 10:18 PM

‘নিষ্ক্রিয়’ আগ্নেয়গিরি থেকে জাপানে ভয়াবহ অগ্ন্যুৎপাত॥  

‘নিষ্ক্রিয়’ আগ্নেয়গিরি থেকে জাপানে ভয়াবহ অগ্ন্যুৎপাত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। জাপানি শিল্পী রিয়ো তাতসুকি ১৯৯৯ সালে প্রকাশিত তার একটি মাঙ্গা (এক বিশেষ ধরনের জাপানি কমিক্স) সিরিজ় ‘দ্য ফিউচার আইস’-এ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ২০২৫ সালের ৫ জুলাই ভয়ানক ভূমিকম্প হবে জাপানে। তাতসুকির ভবিষ্যদ্বাণী কি সত্যি প্রমাণিত হতে চলেছে? আশ্চর্যজনকভাবে তিনি যে জায়গার কথা বলেছিলেন, ঠিক সেখানেই গত ২ জুলাই মাউন্ট শিনমোয়েদাকি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। গত বুধবার জাপানের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটে নাগাদ কিয়ুশু ভলক্যানিক রেঞ্জের শিনমোয়েদাকি আগ্নেয়গিরি থেকে ভয়ানক অগ্ন্যুৎপাত হয়। আগুনে মেঘের উচ্চতা পৌঁছয় ৬.৭ কিলোমিটার উচ্চতা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন