আন্তর্জাতিক ডেস্কঃ ৬০০ টন জ্বালানি পূর্ণ একটি জাহাজ আটক করেছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। হংকং থেকে রেজিস্ট্রেশন করা জাহাজটিকে গত অক্টোবর মাসে আটক করা হলেও সে ঘটনা এতদিনে প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। জাহাজটি উত্তর কোরিয়ার জাহাজে তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করায় চীনা এ জাহাজটি আটক করেছে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী।
হংকং-এর পতাকাবাহী জাহাজটি জাপান থেকে পিইংইয়ং-এর দিকে যাচ্ছিল বলে দক্ষিণ কোরিয়ার দাবি। তবে শুধু এই জাহাজটিই নয়,দেশটির নৌ বাহিনী বলছে,তারা চলতি বছর ১১ হাজার ২৫৩ টন তেল জব্দ করেছে। একইসঙ্গে ওই জাহাজের নাবিকসহ অন্যদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করে আসছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করার একদিন পরই দক্ষিণ কোরিয়া চীনা জাহাজ আটকের বিষয়টি প্রকাশ্যে এনেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে,১১ অক্টোবর জাহাজটি দক্ষিণ কোরিয়ার বন্দর জেসোতো পৌছায়। পরে সেখানে জাপান থেকে আনা ১৪ হাজার ৩৯ টন জ্বালানি তাইওয়ানের নিয়ে যাওয়ার কথা জানায় জাহাজ কর্তৃপক্ষ। তবে ঘটনার ৪দিন পর জাহাজটি আন্তর্জাতিক সীমানায় ৪টি জাহাজে তেল হস্থান্তর করে। এ জাহাজটি ধরা পড়ার পরে মার্কিন প্রেসিডেন্টও উত্তর কোরিয়ায় তেল সরবরাহে চীনকে দায়ী করেন। এক টুইট বার্তায় ট্রাম্প বলেন,চীন এবার একেবারে হাতেনাতে ধরা পড়েছে। এতদিন সন্দেহ করে আসলেও,এবার তা বাস্তবে প্রমাণিত হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার তথ্যের সত্যতা অস্বীকার করেছে চীন। যে জাহাজটি আটক করা হয়েছে,সেটি তাইওয়ানের কোম্পানি বিলিয়নস বান্কার গ্রুপ করপোরেশন ভাড়া নিয়েছে বলে জানিয়েছে তারা।