সন্ত্রাস ইস্যুতে এবার পাকিস্তানের উপর চাপ বাড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে মার্কিন আইনসভা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে তিনটি সংশোধনী ভোটাভুটিতে পাশ হয়ে গেল। নতুন এই সংশোধনে জঙ্গি দমনে কী কী ব্যবস্থা নিয়েছে পাকিস্তান তা জানাতে হবে। পাশাপাশি সেগুলি কতটা কার্যকরী তা পাকিস্তানকে সবিস্তারে জানাতে হবে। তবেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার খরচ কতটা কী দেওয়া হবে বা হবে না,তা ঠিক করবে ট্রাম্প প্রশাসন। ফলে,অস্ত্র কেনার ক্ষেত্রে পাকিস্তানের মার্কিন সাহায্য পাওয়ার ক্ষেত্রে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন,নয়া এই সংশোধনী মোতাবেক এবার থেকে অস্ত্র কেনার জন্য মার্কিন ডলার পাওয়ার আগে ইসলামাবাদকে কয়েকটি মার্কিন শর্ত মানতে বাধ্য থাকতে হবে।
২০১৮-র ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)-এর তিনটি সংশোধনী গত শুক্রবার মার্কিন আইনসভার নিম্ন কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে। ২০১৮ সালের জন্য ওই খাতে বরাদ্দ করা হয়েছে ৬৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। তবে যদিও সংশোধনী অনুযায়ী,অস্ত্রে টাকার পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানকে অবশ্যই জানাতে হবে জঙ্গি দমনে পাকিস্তান সরকার কি ব্যবস্থা নিয়েছে।