News71.com
 International
 06 Oct 17, 06:11 AM
 155           
 0
 06 Oct 17, 06:11 AM

শান্তিতে নোবেল জিতে নিল ‘আইসিএএন’ নামক পারমানবিক অস্ত্রবিরোধী সংগঠন, কোন ব্যক্তি নয়....

শান্তিতে নোবেল জিতে নিল ‘আইসিএএন’ নামক পারমানবিক অস্ত্রবিরোধী সংগঠন, কোন ব্যক্তি নয়....

আন্তর্জাতিক ডেস্কঃ এবার শান্তিতে নোবেল জিতে নিল পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন আইসিএএন। আজই নরওয়ের কমিটি আনুষ্ঠানিকভাবে এবারের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষনা করে । কোন ব্যক্তি নয় শান্তিতে এবারের নোবেল বিজয়ী হলেন পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস (আইসিএএন)। আজ শুক্রবার (৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় নোবেল কমিটি সুইজারল্যান্ডভিত্তিক সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে শান্তিতে নোবেল জয়ী বলে ঘোষণা দেয়। ।

জানাগেছে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছিল। সম্ভাব্য বিজয়ী হিসেবে শোনা যাচ্ছিল বহু নাম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্ভাব্য বিজয়ী হিসেবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, পোপ ফ্রান্সিস, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ, সিরিয়ার উদ্ধারকর্মী দল হোয়াইট হেলমেটস, পশ্চিম আফ্রিকান জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্রান্দি, আমেরিকান সিভিল রাইট ইউনিয়নের নাম আলোচনায় ছিল। ‍কিন্তু সবাইকে টেক্কা ‍দিয়ে শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেয় আইসিএএন।

উল্লেখ্য গত শতকের শুরুতে অর্থাৎ ১৯০১ সালে প্রথমবারের মত শান্তিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত ৯৮ বার শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হলো। পুরস্কারের ছয়টি ক্যাটাগরির মধ্যে পাঁচটি ক্যাটাগরির বিজয়ী সুইডিশ নোবেল কমিটি ঘোষণা করে তবে শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা করে নরওয়ে কমিটি। এখন পর্যন্ত শান্তিসহ মোট ৫টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার ( ৯ অক্টোবর) অর্থনীতিতে নোবেল জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে এ বছরের পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর সকল নোবেল বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন