News71.com
 International
 05 Oct 17, 12:38 PM
 150           
 0
 05 Oct 17, 12:38 PM

আমি দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী,কোনও সন্ত্রাসবাদী নই।। বিধানসভায় অরবিন্দ কেজরিওয়াল

আমি দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী,কোনও সন্ত্রাসবাদী নই।। বিধানসভায় অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানি দিল্লিতে আম আদমি সরকারের সাথে ক্ষমতাদখলের লড়াই জারি গেরুয়া বাহিনীর । দিল্লীর শিক্ষক নিয়োগ নিয়ে ফের তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় খবরদারির বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। খানিকটা শাহরুখ খানের কায়দায়। কড়া ভাষায় জানিয়ে দিলেন, তিনি নির্বাচিত মুখ্যমন্ত্রী। কোনও সন্ত্রাসবাদী নন। তাই কেন্দ্র সরকার লুকোছাপা না করলেই পারে।‌ ‌গতকাল বুধবার রাজ্য বিধানসভার অধিবেশন চলছিল। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। যার মধ্যে অন্যতম ছিল, রাজ্যে সরকার চালিত স্কুলগুলিতে কর্মরত ১৫,০০০ অতিথি শিক্ষাকর্মীর স্থায়ী নিযুক্তি। নয়া প্রস্তাবের সপক্ষে সওয়াল করছিল আম আদমি পার্টি। কিন্তু তাতে বাদ সাধেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। বলেন, চাকরি–বাকরি সংক্রান্ত সিদ্ধান্ত দিল্লি বিধানসভার এক্তিয়ারের মধ্যে পড়ে না। আপ সরকারের প্রস্তাবটি সাংবিধানিক নিয়মাবলী বিরুদ্ধ।

তাঁর মন্তব্যে মেজাজ হারান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বলেন, ‘‌লেফটেন্যান্ট গভর্নরের যুক্তি মানতে পারছি না। শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এক্তিয়ার নিয়ে প্রশ্ন না তোলাই ভাল। এতেই শুধু সংবিধান নয়, সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষা ব্যবস্থার অবমাননা করা হয়। শিক্ষা ব্যবস্থা বলতে শুধুমাত্র স্কুল নির্মাণ বোঝায় না। শিক্ষক নিয়োগও তারমধ্যেই পড়ে।’‌ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁরর হাতেই রাজ্যের শিক্ষামন্ত্রকের দায়িত্ব রয়েছে। অথচ শিক্ষক নিযুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলি তাঁকে দেখানো পর্যন্ত হয়নি বলে অভিযোগ করেন কেজরিওয়াল। তাঁর দাবি, ‘‌ফাইলগুলিতে এমন কী গোপন তথ্য আছে শুনি?‌ আমাদের দেখাতে এত দ্বিধা কেন?‌ লেফটেন্যান্ট গভর্নরকে জানিয়ে রাখি যে, আমি দিল্লির নির্বাচিত মুখ্যমন্ত্রী। কোনও সন্ত্রাসবাদী নই। রাজ্যের নির্বাচিত শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া। উনিও সন্ত্রাসবাদী নন। এত লুকোছাপা না করলেও চলবে।’‌


আইন বিভাগের অনুমতি না নিয়ে বিধানসভায় প্রস্তাবটি তোলা হয়েছে বলে গাঁইগুঁই করছিলেন বৈজল। তা নিয়েও তাঁকে একহাত নেন দিল্লির মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, ‘‌দেশ গণতান্ত্রিক নিয়ম মেনে চলবে। আমলাতন্ত্র নয়। আমরা দিল্লির মালিক। চাকর–বাকর নই। মানুষ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আইন সচিবকে নয়। তাঁরা আমাদের নির্দেশ মেনে চলবেন।’‌ আইনি শলা পরামর্শ করেই নয়া প্রস্তাবটি আনা হয়েছে বলে দাবি তাঁর। এর আগে, ১৯৯৪ সাল থেকে দিল্লিতে কর্মরত প্রায় ১৫০ কাশ্মীরি শিক্ষাকর্মীর স্থায়ী নিযুক্তির প্রস্তাব তুলেছিল দিল্লি সরকার। তাতে সায় দিয়েছিলেন লেফটেন্যান্ট গভর্নর। তাহলে এখন কেন এত আপত্তি?‌ প্রশ্ন তোলেন কেজরিওয়াল।

উল্লেখ্য দিল্লির পুরভোটে ধরাশীয় হওয়ার পর থেকে এতদিন চুপচাপই ছিলেন আপ প্রধান। গত কয়েক মাসে সোশ্যাল মিডিয়াতেও বিশেষ হইচই করতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘদিন পর তাঁর এমন রণমূর্তি দেখে তাই উৎসাহিত হয়ে পড়েন দলের বিধায়য়করা। টেবিল চাপড়ে, স্লোগান দিয়ে তাঁকে সমর্থন জানান সকলে। তাঁদের সমর্থনে বিলটি পাস হয়ে যায়। প্রতিবাদে অধিবেশন ছেড়ে মাঝপথে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। ২০১৫ সালে দ্বিতীয়বার দিল্লিতে ক্ষমতায় আসে আপ। তারপর থেকেই ক্ষমতা দখল নিয়ে কেন্দ্রের সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়েছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন