News71.com
 International
 02 Oct 17, 10:48 AM
 328           
 0
 02 Oct 17, 10:48 AM

উত্তর কোরিয়ায় সুন্দরী মেয়ে হয়ে জন্মানোটাই একটা পাপ, অভিশাপ....

উত্তর কোরিয়ায় সুন্দরী মেয়ে হয়ে জন্মানোটাই একটা পাপ, অভিশাপ....

আন্তর্জাতিক ডেস্কঃ গোটা উত্তর কোরিয়ায় সুন্দরী মেয়ে হয়ে জন্মগ্রহন করাই যেন পাপ। সৌন্দর্য এখানে সৃষ্টিকর্তার আশীর্বাদ না হয়ে নারী জীবনে অভিশাপ হিসেবে আত্মপ্রকাশ করে । দেশটির বর্তমান একনায়ক শাসক রাষ্ট্রপতি কিম জং উনের ব্যাপারে বিস্ফোরক সব তথ্য প্রকাশ্যে এল। সংবাদমাধ্যম মিরর-এর রিপোর্ট অনুযায়ী, স্কুলছাত্রীদের যৌনদাসী করে রেখে দেন প্রেসিডেন্ট কিম।এমন তথ্যই ফাঁস করেছেন নিরাপত্তার কারনে নাম প্রকাশে অনিচ্ছুক কিমের এক প্রাক্তন এক অফিসারের ছেলে। তিনি জানিয়েছেন, একেবারে গল্পের রাজার মত জীবন যাপন করেন কিম জং উন। যখন-তখন, যাকে তাকে হত্যার নির্দেশ দেন।

তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিমের রয়েছে একটি নিজস্ব বিশেষ বাহিনী । এই বাহিনীর কাজই হচ্ছে সুন্দরীদের অনুসন্ধান করা আর পছন্দ হলেই স্কুল থেকে ছাত্রীদের তুলে নিয়ে আসা।জানাগেছে গোটা পিয়ংইয়ং জুড়ে কয়েক’শ গোপন বাড়ি রয়েছে প্রেসিডেন্ট কিমের।সেখানে নিয়ে যাওয়া হয় সুন্দরীর । মুলত যেসব মেয়েরা সুন্দরী ও যাদের সুন্দর পা রয়েছে তাদেরই নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। এরপর তারা হয়ে যায় কিমের যৌনদাসী।

কিভাবে কিমকে খাবার পরিবেশন করতে হবে, কিভাবে তার অন্যান্য সেবা করতে হবে তারও একটি তালিম দেওয়া হয় মেয়েদের । তারপর গল্পের রাজার মত কিম আসেন, নাচগান সেবা যত্নের পর কিমের শয্যাসঙ্গীনি হতে হয় ওই ছাত্রীদের । তবে কোনও প্রকার ভুল করা যাবে না আর কোনও অভিযোগ তোলাও যাবে না। আর যদি তারা গর্ভবতী হয়ে পড়ে তাহলে তারা যে কোথায় নিখোঁজ হয়ে যায় কেউ জানে না। একবার যৌন সম্পর্কের পর ওইসব মেয়েদের ছেড়ে দেয় কিম, তবে মজার বিষয় হচ্ছে কিমের উচ্চপদস্থ কর্মকর্তারা বিয়ে করে ওইসব মেয়েকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন