News71.com
 International
 01 Oct 17, 06:28 AM
 152           
 0
 01 Oct 17, 06:28 AM

ঢাকা আসছেন সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে

ঢাকা আসছেন সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে

নিউজ ডেস্কঃ সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে। ওই দিন দুপুরেই পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠকে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধান প্রসঙ্গে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মিয়ানমারের মন্ত্রী কিয়াও টিন্ট সোয়ে রবিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবেন। পরদিন সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কিয়াও টিন্ট সোয়ে সোমবারই ঢাকা ছাড়বেন বলে মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাম্প্রতিক রোহিঙ্গা সংকট ইস্যুতে আলোচনায় বসার জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ। এ জন্য দেশটির প্রতিনিধিদলকে ঢাকা সফরের আহ্বানও জানানো হয়। কেননা, হত্যা ও নির্যাতন থেকে রক্ষা পেতে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ সকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন