News71.com
 International
 01 Oct 17, 01:11 AM
 151           
 0
 01 Oct 17, 01:11 AM

মার্কসবাদে অবিচল থেকেই পুঁজিবাদ অধ্যয়নের আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট

মার্কসবাদে অবিচল থেকেই পুঁজিবাদ অধ্যয়নের আহ্বান জানালেন চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কমিউনিস্ট পার্টির সদস্যদের সমসাময়িক পুঁজিবাদ নিয়ে অধ্যয়ন করা উচিত, কিন্তু কখনই মার্কসবাদ থেকে বিচ্যুত হয়ে নয়। পার্টি কংগ্রেস শুরুর কয়েকদিন আগে এই মন্তব্যের মাধ্যমে শি রাষ্ট্র পরিচালনায় কমিউনিস্ট পার্টির কর্তৃত্ব শিথিল হবে না এমন ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।গত পাঁচ বছর আগে শি দায়িত্ব নেয়ার পর সুশীল সমাজকে কঠোর নিয়ন্ত্রণে রাখা চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব এখন পর্যন্ত তেমন কোন প্রতিবন্ধকতার মুখে পড়েনি।


ইন্টারনেট, গণমাধ্যম ও নিরাপত্তা অবকাঠামোগুলো নিয়ন্ত্রণে মুঠো আরও শক্ত করেছে কমিউনিস্ট পার্টি কারাগারে পুরেছে ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, পার্টির অন্যতম শীর্ষ সংস্থা পলিটব্যুরোর অধ্যয়ন আলোচনায় চাইনিজ প্রেসিডেন্ট জানান সময়ের পরিবর্তন ও সামাজিক অগ্রযাত্রা সত্ত্বেও মার্কসবাদের মৌলিক বিষয় অক্ষুন্ন রয়ে গেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমরা যদি মার্কসবাদ থেকে বিচ্যুত হই কিংবা দূরে সরে যাই তাহলে আমাদের পার্টি তার আত্মা ও পথ হারাবে।মার্কসবাদের পথে মৌলিক সমস্যা নিরসনে আমাদের দৃঢ়তা বজায় রাখতে হবে। কোন অবস্থা বা পরিস্থিতিতেই দোদুল্যমান হওয়া চলবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন