News71.com
 International
 01 Oct 17, 11:25 AM
 154           
 0
 01 Oct 17, 11:25 AM

কঙ্গোয় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিদেশীসহ নিহত ১২ সেনাসদস্য

কঙ্গোয় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে বিদেশীসহ নিহত ১২ সেনাসদস্য

আন্তর্জাতিক ডেস্কঃ কঙ্গোয় সেনাবাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিত ১২ জন ক্রু'র ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্র’দের সবাই মারা গেছেন বলে জানাগেছে । গতকাল শনিবার রাজধানী কিনশাসায় ওই কার্গো বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এক প্রত্যক্ষদর্শী সেনা কর্মকর্তা জানান, কিনশাসা বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে কঙ্গোর স্থানীয় সেনাদের পাশাপাশি শান্তি রক্ষায় নিয়োজিত বেশ কয়েকজন বিদেশি সেনাও ছিল বলে রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা। কঙ্গোর প্রতিরক্ষামন্ত্রী ক্রিসপিন আতামা তাবে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আজ সকালে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করছি। উড়োজাহাজের ১২ জন ক্রুর সবাই প্রাণ হারিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন