News71.com
 International
 30 Sep 17, 11:21 AM
 175           
 0
 30 Sep 17, 11:21 AM

বাংলাদেশে আশ্রয় নেয়া পাঁচ লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে খাদ্য সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)

বাংলাদেশে আশ্রয় নেয়া পাঁচ লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে খাদ্য সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)

নিউজ ডেস্ক :‌ মিয়ানমার থেকে জীবন নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা পাঁচ লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে খাদ্য সহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আজ শনিবার ঢাকার একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সঙ্গে ডব্লিউএফপি এর কার্যনির্বাহী প্রধান ডেভিড বিসলে দেখা করে একথা জানান।এসময় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে তাদের মধ্য আলোচনা হয় বলে বৈঠক সুত্রে জানাগেছে।


বিশ্ব খাদ্য কর্মসূচী(ডব্লিউএফপি) কর্মকর্তা ডেভিড বিসলে মন্ত্রীকে আরও জানান, ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরণের পুষ্টিকর খাবার সরবরাহ করবে। ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। বৈঠক শেষে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারের উচিত তাদের নাগরিকদের সল্পতম সময়ে ফিরিয়ে নেওয়া। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্য মূল্য উর্ধ্বমূখী।আলোচনা শেষে ডেভিড বিসলে বলেন, খাদ্য সহায়তা অব্যাহত রাখতে ইতিমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হয়েছে। কুটনৈতিক তৎপরতা মাধ্যমে মিয়ানমারের নাগকিদের কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তা নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন