News71.com
 International
 30 Sep 17, 11:00 AM
 158           
 0
 30 Sep 17, 11:00 AM

পালিয়ে ক্লান্ত রাম রহিম কন্যা হানিপ্রীত ।। শর্ত পূরণ হলেই আত্মসমর্পণ করবেন  

পালিয়ে ক্লান্ত রাম রহিম কন্যা হানিপ্রীত ।। শর্ত পূরণ হলেই আত্মসমর্পণ করবেন   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম কারাগারের যাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান তারই পালিতকন্যা হানিপ্রীত। মাঝে দেশ ছেড়ে নেপালে পালিয়ে গেছেন বলেও খবর প্রকাশ পায়।কিন্তু সব জল্পনার অবসান ঘটে দিল্লির আদালতের জারি গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার পর। হানিপ্রীতের আইনজীবী দাবি করেন, তিনি আদালতে জামিন আবেদন করেছেন। এরপর দিল্লিতে ব্যাপক তল্লাশী চালায় পুলিশ। তবে এখনও পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে হানিপ্রীত।তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, খুব শিগগিরই আত্মসমর্পণ করতে পারেন হানিপ্রীত। তবে সে ক্ষেত্রে কিছু শর্তও দিয়েছেন গুরমিতের পালিত কন্যা। সেই সব শর্তপূরণ হলেই তিনি ধরা দেবেন বলে খবর। হানিপ্রীতের ঘনিষ্ঠ সূত্রের দাবি, পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তাই কিছু শর্ত পূরণ করলেই তিনি আত্মসমর্পণ করবেন। যদিও তার শর্তগুলো কি তা প্রকাশ করেননি ভারতীয় মিডিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন