News71.com
 International
 29 Sep 17, 09:21 AM
 174           
 0
 29 Sep 17, 09:21 AM

আইএস নেতা বাগদাদির মৃত্যু নিয়ে সন্দেহ ।। নতুন অডিওবার্তায় লড়াইয়ের আহ্বান

আইএস নেতা বাগদাদির মৃত্যু নিয়ে সন্দেহ ।। নতুন অডিওবার্তায় লড়াইয়ের আহ্বান

ছবিঃ ইন্টারনেট থেকে

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত খলিফা আবু বকর-আল বাগদাদি নতুন এক অডিওবার্তায় সিরিয়া ও ইরাক পুনর্দখল করতে শত্রুপক্ষের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করতে অনুসারীদের আহ্বান জানিয়েছেন। অডিওতে অনুসারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বাগদাদি বলেন, আমরা থাকব, প্রতিরোধ করব। এদিকে এই অডিও প্রকাশের পর বিমান হামলায় বাগদাদি নিহত হয়েছেন বলে রাশিয়া ও সিরিয়া যে দাবি করেছিল তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত এই অডিওবার্তায় এমন কিছু বিষয় এসেছে, যেগুলো গত মে মাসে বাগদাদি নিহত হয়েছেন বলে রাশিয়া ও ইরানের দাবি সঠিক না হওয়ার প্রমাণ দিচ্ছে। ৪৬ মিনিটের ওই অডিওতে বাগদাদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার প্রভাবের মুখে নেতিয়ে পড়ার অভিযোগ করেছেন।

অডিওতে ইরাকের মসুলে প্রায় বছরব্যাপী যুদ্ধ এবং সিরিয়ার হামায় যুদ্ধের প্রসঙ্গ টেনেছেন বাগদাদি। আমেরিকার প্রতি উত্তর কোরিয়ার পরমাণু হামলার হুমকি এবং সিরীয় সরকার ও বিরোধীদের মধ্যে আস্তানা শান্তি প্রক্রিয়ার নিয়ন্ত্রণ রাশিয়া নিয়ে নিচ্ছে বলে পর্যবেক্ষণ তুলে ধরেছেন তিনি। বছরজুড়ে এগুলো সংবাদ শিরোনাম হলেও উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনার পারদ এ মাত্রায় চড়েছে সাম্প্রতিক সময়েই। ফলে বাগদাদির অডিও ক্লিপকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে- তা হলে কি বাগদাদি বেঁচে আছেন? বাগদাদির নতুন অডিওটি প্রকাশ করেছে আইএস অনুমোদিত আল-ফুরকান মিডিয়া গ্রুপ। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এটি তারা পরীক্ষা করে দেখছে। বিশেষ করে কখন অডিওটি রেকর্ড করা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন