News71.com
 International
 29 Sep 17, 11:19 AM
 183           
 0
 29 Sep 17, 11:19 AM

হাফিজ ‘বোঝা’ ঝেড়ে ফেলার ইঙ্গিত পাকিস্তানের।। জঙ্গি উত্থানের জন্য দায়ি আমেরিকা

হাফিজ ‘বোঝা’ ঝেড়ে ফেলার ইঙ্গিত পাকিস্তানের।। জঙ্গি উত্থানের জন্য দায়ি আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ প্রবল আন্তর্জাতিক চাপে পড়ে অবশেষে পাকিস্তানের জঙ্গি নেতা ভারতের বানিজ্য নগরী মুম্বাইয়ে গত ২০০৮ সালের ৯ নভেম্বর (৯/১১) হামলার মাষ্টারমাইন্ড হাফিজ সাইদ এবং তার সংগঠন লস্কর ই তইবা-কে নিজেদের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চলেছে পাকিস্তান। এমনটাই ঈঙ্গিত মিলেছে সম্প্রতি পাক বিদেশমন্ত্রীর দেয়া একটি বক্তব্যে। গনমাধ্যমের সামনে দেয়া বক্তব্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একদিকে যেমন হাফিজ ও লস্করকে পাকিস্তানের ‘বোঝা’ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ‘বিপদ’ বলে ব্যাখ্যা করলেন। পাশাপাশি পাকিস্তান সরকার হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ বাড়ানোর নির্দেশ জারি করল। জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদেওয়া নিউ ইয়র্কের এশিয়া সোসাইটিতে গতকাল বুধবার এক প্রশ্নোত্তর পর্বে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ অনেকটা খোলাখুলিভাবেই বলেন বলেন, ‘‘আমি মেনে নিচ্ছি, সইদ-লস্কর আমাদের বোঝা। আমি এটা অস্বীকার করছি না। কিন্তু ওদের ঝেড়ে ফেলার জন্য আমাদের কিছুটা সময় দিন। এই সব ঝামেলা মোকাবিলার জন্য উপযুক্ত রসদের অভাব আছে আমাদের। ’’


যদিও খোদ মার্কিন মুল্লুকে দাড়িয়ে ওই আলোচনাতেই পাকিস্তানে জঙ্গিদের বাড়বাড়ন্তের জন্য সরাসরি আমেরিকাকেই দায়ী করে এক হাত নিয়েছেন পাক বিদেশমন্ত্রী আসিফ। তার বক্তব্য, গত শতাব্দীর ৮০-র দশকে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে হঠানোর জন্য পাকিস্তানকে ব্যবহার করে আমেরিকাই এই সকল জঙ্গিদের তৈরি করেছে।এদের কাজে লাগিয়েই বছরের পর বছর ছায়াযুদ্ধ চালিয়ে গেছে ওয়াশিংটন। আর এদের জন্যই আজ পাকিস্তানকে বারেবারে রক্তাক্ত হতে হচ্ছে। সরাসরি আমেরিকার বিরুদ্ধে তোপ দেগে পাকিস্তানের বিদেশমন্ত্রী আসিফ বলেন, ‘‘সাইদ নিয়ে আমাদের দোষ দেবেন না। এই লোকগুলোই কুড়ি বছর আগে আপনাদের প্রিয় ছিল! এরাই হোয়াইট হাইসে দিনের পর দিন খানা-পিনা করে গেছে। এখন আপনারা বলছেন, চুলোয় যাও পাকিস্তান।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন