আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য অং সান সু চির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। অন্যথায় গণতন্ত্রে ফেরার পথে মিয়ানমার যে অগ্রগতি অর্জন করেছে সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহে তা ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরুর পর পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে প্রথম রাখাইন সফর করেন মার্ক ফিল্ড। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাখাইন রাজ্য পর্যবেক্ষণের আগে মার্ক ফিল্ড মিয়ানমারের রাজধানী নেপিদোতে অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন এবং রোহিঙ্গা পরিস্থিতি।