News71.com
 International
 28 Sep 17, 11:11 AM
 159           
 0
 28 Sep 17, 11:11 AM

রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  

রোহিঙ্গা ইস্যুতে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত   

আন্তর্জাতিক ডেস্কঃ মায়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচারে গনহত্যা ও সাধারন মানুষের অমানুষিক নির্যাতনের কারনে লাখো লাখো মানুষ এলাকা ছাড়ছে । আশ্রয় নিচ্ছে বাংলাদশের সীমান্তবর্তি জেলা কক্সবাজারসহ বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই প্রায় ১০ লাখ শরনার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। এই বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় দিয়ে তাদের সামলাতে ও মানবিক সাহায্য দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন সব ধরনের মানবিক সহায়তা করবে বাংলাদেশ।সম্প্রতি জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা শরনার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছেন । জাতিসংঘে প্রধানমন্ত্রীর আবেগময় বক্তব্যে বিশ্ব বিবেক উদ্বেলিত হয়েছে। নড়েচড়ে বসেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।

রাষ্ট্রনেতাদের বৈঠকের পর জাতিসংঘ সদর দফতরে গত মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকের দুইদিন পার না হতেই আজ আবারও বৈঠকে বসছে জাতিসংঘের সবচেয়ে শক্তিশালী সংস্থা নিরাপত্তা পরিষদ। এ নিয়ে এক মাসে তিন দফা বৈঠকে হচ্ছে।এর আগেও রোহিঙ্গা ইসু্যতে দুই দফা আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের উন্মুক্ত এই বৈঠকে রাখাইনে রোহিঙ্গাদের গণহত্যা ও জাতিগত নিধন বন্ধে একটি সিদ্ধান্তে আসতে পারেন বিশ্ব নেতারা। সেজন্য আজ সবার দৃষ্টি থাকবে সেদিকে।জানা গেছে, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে আজ উন্মুক্ত বিতর্কে মিলিত হচ্ছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে দীর্ঘ আলোচনা হবে। সেখানে মিয়ানমার সরকার ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ আশা করছেন পুরো বিশ্ব। যদিও চীনসহ দুই/একটি দেশ নিজের ব্যবসায়িক স্বার্থের কারণে ভেটো প্রদানের শঙ্কা রয়েছে। সেক্ষত্রে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তারপরও রোহিঙ্গা সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সের মতো তিন স্থায়ী ও অন্য চারটি অস্থায়ী সদস্য রাষ্ট্রের জোরালো সমর্থন থাকার কারণে মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।


সংশ্লিষ্ট একটি সুত্র জানায় আজকের বৈঠকের রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের ওপর পদক্ষেপের নেওয়ার বিষয়ে বক্তব্য প্রদান করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। এরপর নিরাপত্তা পরিষদের সদস্যরা তাদের মতামত জানাবেন। এদিকে, কানাডিয়া সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে একযোগে কাজ করার জন্য আলোচনা শুরু করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। দুটি দেশ চাচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বন্ধ করতে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন