News71.com
 International
 26 Sep 17, 12:01 PM
 146           
 0
 26 Sep 17, 12:01 PM

বিশ্বের সবচেয়ে পুরনো সাবমেরিন দর্শকদের জন্য উন্মুক্ত।

বিশ্বের সবচেয়ে পুরনো সাবমেরিন দর্শকদের জন্য উন্মুক্ত।


আন্তর্জাতিক ডেস্কঃএইচএমএস ওকেলট' হচ্ছে বিখ্যাত সাবমেরিন যা বৃটিশ রয়েল নেভির জন্যে বানানো সর্বশেষ অবেরন ক্লাস সাবমেরিন। সাবমেরিনটি বর্তমানে চ্যাথাম ডকইয়ার্ডে রাখা আছে।এই সাবমেরিনটি চলার সময় খুব কম শব্দ করে। ফলে এটি ব্যবহার করা হয় নানান গোপন মিশনে। এটি প্রতি ঘন্টায় ১৭ নটিক্যাল অর্থাৎ ২০ মাইল গতিতে জলের নীচে যেতে পারে। এটি রয়েল নেভিতে টানা ২৭ বছর সার্ভিস দিয়েছে। এই সাবমেরিনটি ১৯৯২ সালে বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে টুরিস্টদের জন্যে চ্যাথাম ডকইয়ার্ড মিউজিয়ামে রাখা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন