আন্তর্জাতিক ডেস্কঃ অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর খবরে উত্তাল হয়েছিল গোটা ভারত। তীব্র সমালোচনার মুখে পড়েতে হয়েছিল যোগী আদিত্যনাথের সরকারকে৷ উত্তরপ্রদেশে কৃষকদের ঋণ মওকুফ নিয়ে কম বিতর্ক হয়নি।কৃষক দরদী ইমেজ নিয়ে রাজনীতির ময়দানও জমাতে পারেননি যোগী। কৃষি ঋণের মোট এক লক্ষ টাকা মওকুফের ঘোষণা করা হলেও বেশিরভাগ কৃষককে পাঁচ পয়সা থেকে ২৫ পয়সা ঋণ মওকুফ করেছে উত্তরপ্রদেশ সরকার৷ কৃষি ঋণ মওকুফের এমন খবরে প্রকাশ্যে এসেছিল যোগী সরকারের ‘কৃষি দরদী’ মনভাব৷ যোগী সরকারের একের পর পদক্ষেপ মাঠেমারা’ হতেই নতুন কৌশল নিলেন মুখ্যমন্ত্রী৷ সরকারের ভাবমূর্তি রক্ষা করতে এবার ‘গরিব দরদী’ ইমেজকে কাজে লাগাতে মরিয়া চেষ্টা শুরু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
ড্যামেজ কন্ট্রোলে নেমে শনিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০২২ সালের মধ্যে গৃহহীনদের জন্য স্থায়ী আশ্রয় গড়ে দেবে যোগী সরকার৷ গ্রামীণ উন্নয়ন খাতে গৃহহীন দুস্থ পরিবারগুলির জন্য মাথা গোজার আশ্রয় তৈরি করা হবে৷ প্রাথমিক ভাবে ৯.৭ লক্ষ দুস্থ পরিবারকে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ গ্রামীণ এলাকায় প্রায় ২.৫০ লক্ষ টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হবে৷যদিও কেন্দ্রীয় সরকারের ‘গীতাঞ্জলি’ প্রকল্পের মাধ্যমে গোটা ভারতজুড়ে গৃহহীনদের জন্য আশ্রয়ের তৈরির কাজ চলছে৷ গরিবদের বাড়ি তৈরির প্রকল্প ইন্দিরা আবাস যোজনাও চালু করেছিল ইউপিয়ে সরকার৷ মূলত, কেন্দ্রের ‘গীতাঞ্জলি’ প্রকল্পের মাধ্যমেই এই পরিষেবা দেওয়া হবেই জানা গেছে৷