আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের কুটনৈতিক তৎপরতায় ও প্রবল আন্তর্জাতিক চাপে রোহিঙ্গা ইস্যুতে সুর পাল্টাতে শুরু করেছে মায়ানমার সরকার । দেশটির শাসক দলের নেত্রী নোবেলজয়ী অং সাং সু'চির বক্তব্যে এমনটাই ইঙ্গিত মিলেছে । নতুন করে সহিংসতা শুরুর হওয়ায় গত ২৫ আগস্ট থেকেই চার লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন মিয়ানমার সরকারের কার্যত প্রধান অং সান সু চি। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এ প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারি;তার মানে এই নয় যে এটা দ্রুতই শেষ হয়ে যাবে... আমরা যে কোনো মুহূর্তেই শুরু করতে পারি। কারণ এটা নতুন কিছু নয়। ভেরিফিকেশন প্রক্রিয়ার বিষয়ে ১৯৯৩ সালে যৌথভাবে বাংলাদেশ ও মিয়ানমানমার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকার তাতে রাজিও হয়েছিল।
সু'চি বলেন,সত্যিই এটা (রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া) যেকোনো মুহূর্তেই শুরু হতে পারে। বিষয়টি যেমন আমাদের ওপর নির্ভর করছে তেমনি একইভাবে বাংলাদেশ সরকারের ওপরও। বাংলাদেশ সরকারের ইচ্ছা ছাড়া সেখানে যাওয়া এবং এ প্রক্রিয়া শুরু অসম্ভব।